উদ্যোক্তা পরিবার এর মিডীয়া পার্টনার হয়েছেন সনামধন্য অনলাইন নিউজ পোর্টাল একুশ আমার ডট কম। গত শুক্রবার অর্থাৎ ১১ই নভেম্বর’১৬ইং রাজধানীর মহাখালী পিচ প্যালেসে অনুষ্ঠিত উদ্যোক্তা পরিবার এর প্রকল্প উদবোধন এর সময়ে এই বিষয়টি চুড়ান্ত করা হয়। এর মাধ্যমে উদ্যোক্তা পরিবার তাঁর লক্ষ্য বাস্তবায়নে একধাপ এগিয়ে গেল। এখন থেকে যেকোন প্রোগ্রামে একুশ আমার সবসময়ে পাশে থাকবে। আমরা প্রতিষ্ঠানের সিইও Saiful Alam ভাইয়ের প্রতি কৃতজ্ঞ যে তিনি খুবই আগ্রহের সাথে আমাদের সাথে ছিলেন সেই ২০১৫ইং সাল থেকে। আমরা তাঁর প্রতিষ্ঠানকে পাশে পেয়ে সত্যিই আনন্দিত। আশাকরি সকল সময়ে উভয় উভয়ের পাশে থাকবো। আর অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তারাসহ অন্যরাও সর্বদা পাশে থাকবেন।
A huge collection of 3400+ free website templates JAR theme com WP themes and more at the biggest community-driven free web design site
Tags একুশ আমার ডট কম
Check Also
ক্রেতামুখী বাজারজাতকরণ
আজকের বাজার প্রতিযোগীতার বাজার এবং উপযোগীতার বাজার। আপনার পন্য অবশ্যই বাজার ও ক্রেতার উপযোগী হওয়া …